মেঘ বলে ভাই
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৬:০৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪
সুনীল শর্মাচার্য
---------------------
মেঘ বলে ভাই যাবি?
সাত রাজার ধন হীরে মানিক
গেলেই দেখতে পাবি!
মেঘ বলে ভাই যাবি?
বন-জঙ্গল ঝরনা পাহাড়
আরব আবুধাবি!
মেঘ বলে ভাই যাবি?
অষ্টপ্রহর গানের লড়াই
মেঘবালিকার দাবি!
মেঘ বলে ভাই যাবি?
গ্রহের দেশের রাজার সঙ্গে
মঙ্গলে জল খাবি!
মেঘ বলে ভাই যাবি?
ইচ্ছে ডানায় ভাসতে ভাসতে
ভাটিয়ালি গান গাবি!
মেঘ বলে ভাই যাবি?
নানান দেশের নানান ব্যাপার
একটু বরং ভাবি!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত