মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১১:২৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:০১
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হয় ঈদ সামগ্রী। মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের নিজস্ব উদ্যোগ ও সংগঠনের উপদ্রেষ্টা সহ সংশ্লিষ্টদের আর্থিক সহায়তায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলমান থাকবে। দৈনন্দিন কর্ম পরিবেশে ছন্দপতনের কারণে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ ও স¶মতা কমে আসছে। দ্রব্য মূলের উর্ধ গতির বাজারে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, ডাল, তেল ,পোলাও চাল, পেঁয়াজ ইত্যাদি। রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন,মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদ্রেষ্টা ও রেনেসা ডায়াগনোষ্টিক কেয়ারের পরিচালক মো. আক্কাস আলী, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হাসান মিলন, সহ- সভাপতি এম এম রহমান, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা, কার্যকরি সদস্য শামসুল হুদা হিটু প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত