শনিবার স্কুল বন্ধ কি না জানাল শিক্ষা মন্ত্রণালয়, নতুন শিক্ষাপঞ্জি প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮

‘২০২৫ সাল থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’—এমন একটি তথ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান অনেকে। ওই সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়, তথ্যটি সঠিক নয়। এবার শনিবার স্কুল বন্ধ না খোলা, বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রকাশিত তালিকায় ৭৬ দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার—দুই দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুই দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এ ছুটির বাইরেও ২০২৫ সালে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

প্রকাশিত ছুটির তালিকায় দীর্ঘ ছুটি পবিত্র রমজান মাসে। এ ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

এরপর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। ছুটি শুরু হবে ১ জুন থেকে, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে ৮ দিন ছুটি পাবেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত