পঞ্চগড়ে বৌ চি, লাঠি ও তৈলাক্ত কলাগাছ খেলা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬

বাংলাদেশের গ্রাম প্রান্তরে নিয়মিত ঐতিহ্যবাহী লাঠি ও পাখি খেলার প্রচলন ছিল । বয়:বৃদ্ধা সহ সব বয়সের মানুষ এই খেলা দেখতে ছুটে যেতো খেলা দেখতে। সেই খেলা বর্তমান প্রজন্মের কাছে বাস্তবে দেখানোর সুযোগ করে দিয়েছে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৫ডিসেম্বর) দিনব্যাপী সদর ইউনিয়নের হেলিপ্যাড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.সাবেত আলী সন্ধ্যায় খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। লাঠিও পাখি খেলার পাশাপাশি ঐতিহ্যবাহী রশি টানাটানি, বৌ-চি, তৈলাক্ত কলাগাছ আর ডাংগুলী খেলা। এসব খেলা উপভোগ করেন হাজারও দর্শক।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন এসব খেলাধূলার চর্চা চালু রাখতে হবে।পরবর্তী প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা যেমন আনন্দ পাবে তেমনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই খেলাধুলা নিয়ে আনন্দ উপভোগ করবে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ,পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খানসহ সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত