মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৩৫ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সে একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের‌ কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদেও ছেলে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকালে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। জেলার আরও জানান, মৃতের মরদেহ ময়নাতদšেত্মর জন্য মর্গে পাঠানো হয়েছে। কাল পরিবারের কাছে হ¯ত্মাšত্মর হতে পারে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেল সুপার মোঃ বদরম্নদ্দোজা রাত ৯ টার দিকে  বলেন, এনআইএ্যাক্ট মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীর আমাদের কারাগারে মৃত্যূ হয়েছে। মৃত্যূর সংবাদ তার স্বজনদের কাছে পৌছালে নিহত বৃদ্ধার ছেলেসহ স্বজনরা এসেছিল। আমাদের কারাগারে মৃত্যূ হলে নিয়ম অনুযায়ী সুরতহাল পোষ্ট মর্টেম করতে হয় ।

এ সমস্ত প্রক্রিয়া শেষে নিহতের লাশ আগামীকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কা/আ 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত