মুন্সীগঞ্জে মীর সরফত আলী সপু'র ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৭:৫৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০০
"পরিবেশ রাখি পরিস্কার,বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার"এই স্লোগানে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর চকবাজার, শ্রীনগর বাজারে পথচারী ও সাধারণ মানুষের মাঝে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণের সময় তিনি বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং এতে সারা দেশে প্রায় দুইশর উপরে মানুষ মারা গেছে। তাই কেন্দ্রীয় নির্দেশনায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে আমি এই কার্যক্রম শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জসিম মোল্লা,ছাত্র নেতা লিমন লস্কর, এডঃ সোহেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজীব,সদস্য মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম ভূঁইয়া, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাঃ সম্পাদক শফিক ভূঁইয়া, আলম বেপারী, আব্দুল কাদির,দেলোয়ার মাইজভান্ডারী, যুবদলের আহ্বায়ক সদস্য ওমর ফারুক বাবু, সদস্য মতিন, জেলা জিয়া মঞ্চের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফ হোসেন বুলেট,
সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা ফাহিম, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ, কুকুটিয়ার সাঃ সম্পাদক সাইদুল ইসলাম হিরো, কেয়াইনের সহ-সভাপতি ফায়সাল আলীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত