মিরকাদিম পৌর মেয়রের বাসভবনে বিস্ফোরণ, কাউন্সিলরসহ আহত ১৩
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ০৮:৩৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের রামগোপালপুরস্থ বাসভবনে আকস্মিক ভয়াভহ বিস্ফোরণে। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে ৪ পৌর কাউন্সিলর মেয়রের স্ত্রী কানন বালাসহ ১৩ জন অগ্নিদ্বগ্ধ হয়েছে। এর মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে মেয়র অক্ষত রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে ভয়াভহ বিস্ফোরণে ভবনের একাধিক কক্ষের দড়জা-কপাট তছনছ হয়ে গেছে। ঘটনার সময় বিস্ফোরিত কক্ষের ভিতরে ৬ জন কাউন্সিলর নিয়ে মেয়র হাজী আব্দুস সালাম বৈঠক করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন কক্ষের জানালার কাঁচ, দড়জা-কপাট ভেঙ্গে তছনছ হয়ে গেছে।
আ’লীগ কর্মী মনিরুজ্জামান রিপন জানান, অন্য একটি কাজে মেয়রের বাসায় প্রবেশের মুর্হুতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা কক্ষের ভিতরে থাকা সকলেই আহত হয়ে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেই। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিনা তা দেখেও মনে হয়নি। ধারণা করা হচ্ছে, নাশকতামূলক বোমার বিস্ফোরণ ঘটনো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
মুন্সীগঞ্জের গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিযে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক হওয়ায় একাধিক সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত