মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১১:২৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়ার বাড়ানোর ঘোষণা দিয়েছে সামরিক সরকার। আরও ৬ মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ‘সর্বসম্মতভাবে সমর্থন’ করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন।

জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সু চি’র সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। বন্দি করায় সু চিসহ অন্যান্য রাজনীতিকদের।

দুর্নীতিসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগে এনে মামলা করা হয়েছে নোবেলজয়ী সু চি'র বিরুদ্ধে। যার সবগুলো রায় সু চি'র বিরুদ্ধে গেলে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাকে।

সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। ক্ষমতায় বসার পর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজারের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত