মা - ইভা আলমাস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৪৯ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪
❝ মা ❞
✍️ ইভা আলমাস
_______________
রেগে যখন বলি তোমায়
বাসবে না আর ভালো
অমনি মধুর হাসি দিয়ে
প্রাণের সুধা ঢালো।
আমি যখন ঘুমের দেশে
স্বপ্নে বিভোর থাকি
সেই সে ক্ষণে হেঁশেল ঠেলো
নিজের আরাম ঢাকি।
যখন তুমি অসুখ নিয়ে
মুখটি গুঁজে থাকো
কষ্ট নিয়েও সপ্তপদী
ঠিক গুছিয়ে রাখো!
পরীক্ষার সেই কঠিন সময়
আমার এলোমেলো
বইগুলোকে যত্নে সাজাও
পড়তে শুধুই বলো।
আমার চোখের মুখের ভাষা
খুব তো তোমার চেনা
নাড়ির আপন না হলে কি
যায় গো কষ্ট কেনা!
সবাই যখন হাত ছেড়ে দেয়
পরম মমতায়
পেছন থেকে জড়িয়ে ধরো
বুকের উষ্ণতায়।
আমার চোখের সবটুকু জল
তোমার চোখে ভাসে
মা ছাড়া আর কে ই বা ভবে
অমন ভালোবাসে?
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত