মা - ইভা আলমাস

প্রকাশ : 2023-10-19 11:49:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মা - ইভা আলমাস

      ❝ মা ❞
✍️ ইভা আলমাস 
_______________
রেগে যখন বলি তোমায় 
বাসবে না আর ভালো 
অমনি মধুর হাসি দিয়ে 
প্রাণের সুধা ঢালো।

আমি যখন ঘুমের দেশে 
স্বপ্নে বিভোর থাকি 
সেই সে ক্ষণে হেঁশেল ঠেলো 
নিজের আরাম ঢাকি।

যখন তুমি অসুখ নিয়ে 
মুখটি গুঁজে থাকো 
কষ্ট নিয়েও সপ্তপদী 
ঠিক গুছিয়ে রাখো! 

পরীক্ষার সেই কঠিন সময় 
আমার এলোমেলো  
বইগুলোকে যত্নে সাজাও 
পড়তে শুধুই বলো। 

আমার চোখের মুখের ভাষা
খুব তো তোমার চেনা 
নাড়ির আপন না হলে কি 
যায় গো কষ্ট কেনা!

সবাই যখন হাত ছেড়ে দেয় 
পরম মমতায় 
পেছন থেকে জড়িয়ে ধরো 
বুকের উষ্ণতায়।

আমার চোখের সবটুকু জল 
তোমার চোখে ভাসে 
মা ছাড়া আর কে ই বা ভবে 
অমন ভালোবাসে? 

 

কা/আ