মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ মামলায় অভিযোগ গঠনের উপাদান না পাওয়ায় তাকে অব্যাহতির আদেশ দেন। তবে মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের অংশটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কলাবাগান থানায় একই আইনে দায়ের করা আরেক মামলা থেকে গত ২৮ জানুয়ারি অব্যাহতি পান খাদিজা।

২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অপরটির বাদী কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন।

২০ অক্টোবর সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। এরপর সেখান থেকে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে দ্বিতীয় বর্ষের ২য় সেমিস্টার (ফাইনাল) পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও বেলা ১১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেন খাদিজা। ১ বছর লস বা ড্রপ দিয়ে পরীক্ষায় বসলেন তিনি। অর্থাৎ জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে তার।

 

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত