মাদারীপুর জেলা শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১৮:৩০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৫
জাতয়িতাবাদী দলের মধ্যে যেন কোন হাইব্রীড ঢুকতে পারে না সেদিকে লক্ষ্য রাখতে হবে ।স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে এটাই প্রমান করেছে দেশ প্রেমিক গনতন্ত্রের কোন বিকল্প ইেন। শনিবার মাদারীপুরে পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের খাজা এসব কথা বলেন।
মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আব্দুলাহ আল মামুন । মাদারীপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আকমল হোসেন খান, যগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম মুন্সি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দরের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে এটাই প্রমান করেছে দেশের প্রতি তাদের কোন মায়া নেই । তারা মানুষ হত্যা করে পালিয়েছে। আগামীতে দেশনেত্রী বগম খালেদা জিয়া সরকারের প্রত্যাশা করে দেশ নায়ক তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে এনে দেশকে গঠনের ভুমিকা নিবে এমনটাই প্রত্যাশা। অনুষ্ঠানে মাদারীপুর জেলার ৫টি উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত