মাদারীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২১ মে ২০২২, ১৫:২৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১০টায় আছমত আলী খান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। 

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা, জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজীসহ অনেকেই।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা প্রশাসনের আজকের এই খেলা।

তিনি আরো বলেন, মূলত যুব সমাজকে ভালো মানুষকে হিসেবে গড়ে তোলা এবং মাদক, কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে এই খেলার আয়োজন করেছি। 

উদ্বোধন ম্যাচে ঘটমাঝি ও ঝাউদি ইউনিয়ন অংশগ্রহণ করেছে। এ সময় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আক্তার ও মো. সিরাজুল ইসলাম আবুল হাওলাদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদারীপুর ফুটবল ফেডারেশনের সভাপতি মো. গোলাম কবির। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

 উল্লেখ্য অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ৪ দিনব্যাপী ১৫টি ইউনিয়নের ৩টি ভেন্যুতে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আগামী ২৪ মে চূড়ান্ত পর্যায়ের খেলা আছমত আলী খান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। অন্য দুটি ভেন্যু হচ্ছে ঘটকচর উচ্চ বিদ্যালয় মাঠ ও মিঠাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত