মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কমর্শালা

  শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৫:২৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:১৫

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায় অবহিতকরণ কমর্শালা আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান। জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার।

কর্মশালায় জানানো হয়, চার বছর মেয়াদী প্রকল্প শেষ হওয়ার পর ইলিশের উৎপাদন ১৬ ভাগ বৃদ্ধি পাবে। প্রকল্পটি দেশের মোট ২৯টি জেলায় পরিচালিত হবে।  কর্মশালায় মাদারীপুর জেলার ৫টি উপজেলার মৎস্য চাষী ও জেলেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত