মাদারীপুরে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ২০:০৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১১:৫১
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় মাদারীপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ৬০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের হাতে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পিঁয়াজ, ৫০০ গ্রাম ডাল ও ১টি সাবান তুলে দেন মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ শারফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মিনারা হোসেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। মাদারীপুর সদর উপজেলা প্রশিক্ষিকা তাহমিনা আক্তার।
বিতরণ শেষে জেলা কমান্ড্যান্ট শরফুজ্জামান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম (বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি) মহোদয়ের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত