মাদারীপুরের ৩টি আসনে ২৭ প্রার্থীর মদ্যে ২২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ 

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৭:২২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৬, ১০:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুরের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কারণে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। এই ঘোষণাটি বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে দেওয়া হয়। শনিবার ছিল মাদারীপুর-০৩ আসনের যাচাই-বাছাই ও জেলার শেষদিন।

নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আমিনুল ইসলাম-এর মনোনয়ন বাতিল করা হয়েছে। মাদারীপুর-১ আসনে ১১ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসানের মনোনয়ন বাতিল হয়েছে, বাকি ১০ জন বৈধ। মাদারীপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম-এর মনোনয়ন বাতিল করা হয়েছে, বাকি ৮ প্রার্থী বৈধ।

বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত নিতে চাইলে আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মকর্তা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত