বাতিলের তালিকায় অন্যতম জাগপার রাসেদ প্রধান
পঞ্চগড়ে দুটি নির্বাচনী আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা
পঞ্চগড় প্রতিনিধি-
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৭:২০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ ও ২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।রবিবার (৩ জানুয়ারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন বাছাই অনুষ্ঠানে এই ঘোষনা দেন তিনি।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক বাছাই অনুষ্ঠানে জানান পঞ্চগড়-১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থীতা বাতিল করা হয়। বাতিলের তালিকায় আরো রয়েছেন, পঞ্চগড়-২ আসনের জাতীয় পাটির লুৎফর রহমান, জাগপার রাসেদ প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম ,স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন।
বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন ,পঞ্চগড়-১ আসনের জাগপার রাসেদ প্রধান। জানা যায়, পঞ্চগড়-১ আসনে মোট মনোনীত প্রার্থী ছিলেন ৮ জন।
এদিকে পঞ্চগড়- ১ আসনে বৈধ প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এনসিপির প্রার্থী উত্তরাঞ্চলের মূখ্যসংগঠক সারজিস আলম। বাংলাদেশ জাসদের প্রার্থী মো. নাজমুল হক প্রধান সহ অন্য দলের চারজন প্রার্থী মনোনয়ন বৈধ তালিকায় রয়েছেন।
অপরদিকে পঞ্চগড়- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের সফিউল্লাহ সুফি বাংলাদেশ জাসদের ইমরান আল আমিনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়।পঞ্চগড়-২ আসনে মোট প্রার্থী ছিলেন ১১ এর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। বাতিল করা হয়েছে ৫ জনের।পঞ্চগড় দুটি আসনে মোট প্রার্থী ছিলেন ১৯ জন।
মনোনয়ন বৈধ ঘোষনার পর পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির সাংবাদিকদের বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দল গভীর শোকের মধ্যে রয়েছে। এই শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এনসিপির মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, বিএনপির নওশাদ জমির ভাই সহ আমরা পারষ্পরিক শ্রদ্ধার সাথে নির্বাচন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও এই সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত