ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাইয়াজ হোসেন জানান, শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে আদালতে সোপর্দ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই পুলিশ তার বাসায় হানা দেয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত