ভারতে যাচ্ছে ‘শিরোনামহীন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১১:১৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫

ফাইল ছবি

‘শিরোনামহীন’ ব্যান্ডের বয়স ২৫ বছর হতে চলল। দুই যুগে দেশের নানা প্রান্তে স্টেজ শো করেছে তারা। দেশের বাইরে হাতে গোনা কয়েকটি মঞ্চে তারা শুনিয়েছে গান। গেল মে মাসে প্রথমবারের মতো ভারতে যায়, সেখানকার গানপ্রেমীদের মাতিয়ে আসে। ছয় মাসের মাথায় আবার দেশের জনপ্রিয় ব্যান্ডটি ভারতে যাচ্ছে।  রোববার ব্যান্ডের সদস্যরা কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এদিন রাতে কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ মাঠে সরাসরি গান শোনাবে ব্যান্ড শিরোনামহীন।

ব্যান্ডের সদস্যরা জানান, ‘শিরোনামহীন যেহেতু বাংলায় গান পরিবেশন করে, প্রবাসে গান পরিবেশনের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গান শোনানোর অভিজ্ঞতা হয়। পশ্চিমবঙ্গের ভাষা বাংলা বিধায় শ্রোতাদের গান শোনানোর অভিজ্ঞতা আমাদের কাছে অনন্য। এর আগে কলকাতায় আমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সেখানকার দর্শক–শ্রোতারা। ওই পরিবেশনার আগে আমাদের জানা ছিল না, আমাদের গান তাঁরা এতটা সাদরে গ্রহণ করবেন। আশা করছি, বাঁকুড়া থেকেও আমরা সুন্দর কিছু মুহূর্তের স্মৃতি নিয়ে ফিরব।’

শিরোনামহীন ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও দলপ্রধান জিয়াউর রহমান বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যান্ডের শ্রোতা অনেক। বাংলা গানে তাঁরা বাংলাদেশি ব্যান্ডের গানগুলোকে পছন্দের তালিকায় রাখেন। বাংলাদেশি ব্যান্ড জনপ্রিয়তায় সেখানে বাংলাদেশের চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচুর সাড়া পাই এবং পরিবেশনার জন্য আমন্ত্রণ পাই। যদিও শিল্পীদের জন্য যাতায়াতের অনুমতিপ্রক্রিয়া–সংক্রান্ত জটিলতায় অনেক ক্ষেত্রে সাড়া দিতে পারি না। ইউরোপের মতো ওপেন বর্ডার সংস্কৃতি থাকলে আমরা আরও অনেক বেশি পরিবেশনায় অংশ নিতে পারতাম।’

ব্যান্ডের গায়ক শেখ ইশতিয়াক বলেন, ‘এবার সফর শেষে দেশে ফিরে আমাদের সপ্তম অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে আছে, যা একটি ডাবল অ্যালবাম হিসেবে প্রকাশিত হবে। এখানে এপিসোড ১ ও ২ দুটো ভলিউম থাকবে।’ জানা গেছে, কনসার্ট শেষে ১৪ নভেম্বর ঢাকায় ফিরবেন ব্যান্ডের সদস্যরা। শিরোনামহীনের বর্তমান সদস্যরা হলেন—জিয়াউর রহমান (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস), শেখ ইশতিয়াক (কণ্ঠ), সাইমন চৌধুরী (কি-বোর্ড) ও দিপু সিনহা (গিটার)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত