ভাঙ্গায় ১৯ বোতল ফেন্সিডিল সহ আটক এক
প্রকাশ: ২২ মে ২০২২, ১৯:২৮ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোস গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ রাহিমা বেগম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ০৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার পুলিশ এস আই মোঃ মাসুদ, এএসআই পরিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোস গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় রাহিমা বেগম কে ঘোস গ্রামের নিজ বাড়ি থেকে থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং রবিবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত