ভাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৬:০৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬

ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,বর্নাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ,আনসার,ভিডিপি,শিক্ষার্থীদের কুচকাওয়াজ, আলোচনাসভা ও মুক্তিযোদ্বাদের সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার মাহবুব হোসেন মোতালেব, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা ,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর লোকজন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত