ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬-তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৫:৫৮ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১২:৩১
ফরিদপুরের ভাঙ্গায় শোক র্যালী,জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনাসভা,যুবঋণ বিতরণ,প্রতিযেগিদের মাঝে পুরষ্কার বিতরনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান,পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা,কেন্দ্রীয় যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদৎ হোসেন,যুবলীগ নেতা রাজিবুল হাসান বাবু। পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গা সরকারী পাাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন কারিদের মাঝে পুরস্কার বিতরন,যুবকদের মাঝে বিআরডিবির এসএমই ঋন বিতরণ শেষে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী,অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,পল্লী উন্নয়ন কর্মকর্তা হাজারী সরকার,প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমূখ।
পরে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা মুক্তি যোদ্ধা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় উপজেলা কৃষকলীগ, যুবলীগ,ছাত্রলীগ, মহিলা লীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্প্রাদক আকরামুজ্জামান রাজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু,সাংগঠনিক স¤পাদক শরীফুজ্জামান শরীফ,যুবলীগ সভাপতি মামুন অর রশিদ,সাধারণ স¤পাদক শেখ শাহীন,ছাত্রলীগ সাধারন সম্পাদক খায়রুল ইসলাম,যুবলীগ নেতা জাহিদ হাওলাদার বাহার প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত