ভন্ড ওরা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ১২:০২ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১

মোঃ তাইফুর রহমান
---------------------------


পরের নামে কুৎসা রটে
এটা ওদের পেশা
ওদের মনে আছে কিন্তু
অহংকারের বাসা।

তোমার কাজ যাও চালিয়ে
যে যা বলুক ভাই
সততার জয় পাবে তুমি
ধৈর্য্য ধরা চাই।

তোমায় নিয়ে ষড়যন্ত্র
কি আর হবে এতে
মিথ্যা নিয়ে থাকে যারা
দুঃখ ওদের পথে।

ভন্ড ওদের চেনা কঠিন
আড়াল হয়ে থাকে
হিংসা জাগে ওদের মনে
কারো ভালো দেখে।

ওদের কথায় কান না দিয়ে
তোমার মত চলো
সঠিক পথে থাকলে তুমি
পাবে সুখের আলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত