বৃষ্টির গান
প্রকাশ: ২২ জুন ২০২১, ১৬:০০ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
মেঘ করেছে ঐ দূর আকাশে বৃষ্টি বুঝি এখনি নামবে,
মেঘ করেছে ঐ দূর আকাশে
বৃষ্টি বুঝি এখনি নামবে,
মনের ঘরে রয় শূণ্যতা
কাছের মানুষ হারায়ে,
মেঘ করেছে ঐ দূর আকাশে
আজ মনের ঘরে বুঝি বৃষ্টি নামবে,
ও সে মন বালিকা কোথায় গেলে এসো আজ বৃষ্টির গান আমার সাথে গায়বে,
দেখেনি তাকে শুধু শুনেছি তার কথা
আজ দেখবো বুঝি এই বৃষ্টির শনে,
তার সাথে গান গায়বো আমি বৃষ্টির সুরে সুর মিলেয়ে আজিকে,
ঘরছাড়া আমি সুর হারায়ে তাকে খুঁজি মনে মনে প্রেমের মানুষ ও মন বালিকা আজ এসো এই বৃষ্টির দিনে,
ভিজবো আজ এক সাথে ধুয়ে যাবে যত কালো মেঘ ছিল মনেরি ঘরে।।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত