বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন চলে গেলেন না ফেরার দেশে

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১ মার্চ ২০২৪, ১৯:৫৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৬

 রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ]৮০) শুক্রবার সকাল ৭ টায় তাঁর গ্রামের বাড়ী সাতদরগায় ইন্তেকাল করেছেন। [ইন্না…… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত কারনে বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে সাতদরগা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। ৭১ সালের এ মহা নায়ক জীবনকালে বিভিন্ন সামাজিক এবং সাধারণ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল সহ অন্নদানগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ ৯৩ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত