বিশ্ব এইডস দিবসে বাগেরহাটে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২১:১১ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:০৬

বিশ্ব এইডস দিবসে বাগেরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক বাংলাদেশের উদ্যোগে বাগেরহাট যৌন পল্লীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট পৌর সভার কাউন্সিলর তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আব্দুল হক, এসআই মতিউর রহমান, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, এ্যাড. এনায়েত হোসেন, পায়াক বাংলাদেশ, বাগেরহাট ডিআইসির ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম জুয়েল, চিকিৎসক পিংকি রায় প্রমুখ। এইডসের ভয়াবহতা ও বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভায় বাগেরহাট যৌন পল্লীর কর্মীরা অংশগ্রহন করেন।

আলোচনা সভা শেষে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত