বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোটের গণঅবস্থান

  প্রেস রিলিজ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে ফুটপাতে গণঅবস্থান করছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল ১১টায় নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে গণঅবস্থানে জমায়েত হন।

এই জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে উপস্থিত আছেন জাগপার খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ-ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

গণঅবস্থানে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী সংগীত পরিবেশন করা হচ্ছে এবং নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত