বিএনপি দেশকে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে- আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:৩৬ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯
বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখার কঠোর সমালোচনা করে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা দেশকে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে। তাদের রাষ্ট্র মেরামতের ১০ দফা আবার ২৭ দফা দিয়েছে। কোনটা রুপরেখা আর কোনটা মেরামত প্রক্রিয়া সেটি তারা স্পষ্ট করতে পারেনি। নির্বাচন এলেই বিএনপি অন্য দিকে হাটে। বিএনপি’র জনগণের প্রতি আস্থা নেই বলে তারা নির্বাচনে যেতে চায় না। তারা ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করে। সাম্প্রদায়িক রাজনীতি করে। সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে দেশ বিরোধী রাজনীতি করে। বিদেশীদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। এই রাজনীতিই বিএনপির রাজনীতি। তাদের জনগণের প্রতি কোন আস্থা নেই। নির্বাচন এলেই তারা মনোনয়ন বাণিজ্যে করে। সারা দেশে তিন’শ আসনে তারা মনোয়ন দেয় সাত’শ প্রার্থীকে। এটাই তাদের রাজনীতি। জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের কল্যাণে তাদের রাজনীতি করা উচিত বলে মন্তব্য করেন।
মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক বজুলর রহমান খান রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত