বালিগাঁও আমজাদ আলী কলেজের নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  লৌহজং প্রতিনিধিঃ  

প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫

বালিগাঁও আমজাদ আলী কলেজের নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা ১১টায়। কলেজের অধ্যাক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং মা· পরিধান করে কমিটির নতুন এডহক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্জ মো. দুলাল হোসেন। 

কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যাক্ষ মো. আক্তার হোসেন,  এডহক কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধি মো. আব্দুর রব মোল্লা, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. আশরাফুল আলম, বালিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আওলাদ হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চল, কলেজের সাংগঠনিক সদস্য হাজী মো. রহমান খান,  মো. মঞ্জুরুল আলম সানাউল্লাহ, আমজাদ আলী কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশীদ, প্রভাষক ছালমা আক্তার, প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন, আমজাদ আলী কলেজের গর্ভনিং বডির সাবেক সদস্য মো. সুলতান খান, মো. তৈয়ব আলী শেখ, সমাজসেবক সামসুল হক মোল্লা, মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, বালিগাঁও বাজার কমিটির সাধারন সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন অভি, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো. বাবু বেপারী, বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত