বাবা তুমি ভীষণ বোকা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০১
এম হাবীবুল্লাহ
------------------
বাবা তুমি ভীষণ বোকা
কিনবে কেনো গাড়ি
ইচ্ছে হলে কিনতে পারো
মাটির খেলনা হাঁড়ি।
কিনলে গাড়ি খরচ মেলা
তেল মবিল আর পেট্টোলে
কখনো বা পড়তে পারো
দুর্ঘটনার কবলে।
চড়তে গাড়ি ভয়ে মরি
কখন কী যে হয়
হাঁড়িকুড়ি খেলতে মজা
নেই তো কোনো ভয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত