বঙ্গবাজারে আগুন
বাতাসে ছড়িয়ে যাচ্ছে আগুন, ফায়ার ফাইটার আহত
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩, ১১:১৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪
বঙ্গবাজার আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, এখন পর্যন্ত আমাদের একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে আশপাশের অনেকটা এলাকা জুড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত