বাগেরহাটে বিএনপির ৬ নেতাকর্মীর জামিন লাভ
প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১৩:৫২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩
বাগেরহাটে গত ২৫ ফেব্রুয়ারি পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ আরো ৬ নেতাকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।রবিবার (৫ মার্চ) দুপুরে অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতা হাজির হয়ে জামিনের আবেদন করলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
বাগেরহাট জেলা বিএনপি অংঙ্গ সহযোগী সংগঠনের জামিনপ্রাপ্ত ৬ নেতারা হলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্র দলের সাধারণ সম্পাদক আলীসাদ্দাম দীপ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা বলাই, পৌর যুবদলের সদস্য সচিব শেখ ওমর আলী মুন্না, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমানুর মেম্বার, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেখ। নেতাদের জামিনের আবেদনকারী আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল। জেলা বিএনপির সদস্য সচিব মোজ্জাফফর রহমান আলম জানান, গত ২৫ জানুয়া্রি পুলিশ লাঠর্চাজ করে বাগেরহাটে বিএনপির পদযাত্রা ভন্ডুল করে দেয়। পদযাত্রা থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ওই ৩০জনসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার (৫মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতিসহ ৬ নেতা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এর পূবে ওই মামলায় গত বুধবার (১লা মার্চ) দুপুরে জেলা বিএনপির দুই যুগ্ম আহবায়কসহ ১১ নেতাকে উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এ নিয়ে বিএনপির ১৭ নেতা কর্মীর জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত