বাগেরহাটে কোডেকের উদ্যোগে কম্বল ও  বাই-সাইকেল বিতরন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ২০:০৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

বাগেরহাটের চিতলমারীতে দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল ও দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার  (কোডেক) এর আয়োজনে চিতলমারী কোডেক শাখা কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোডেক-মাইক্রোফাইন্যান্স পরিচালক (অপারেশন) মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। 

এ সময় সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, কোডেক-মাইক্রোফাইন্যান্সের উপ-সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন, কোডেক -বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমানসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় দরিদ্র পরিবারের ৮০ জনকে কম্বল এবং দরিদ্র মেধাবী ২০ জন ছাত্রের মাঝে ২০ টি বাই-সাইেকেল বিতরণ করা হয়। এ অর্থ বছরে কোডেক বাগেরহাট অ লের আওতায় দুঃস্থ্য ও শীতার্ত পরিবারকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত ১২৫০ টি কম্বল বিতরন করে।

অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে হতদরিদ্র, অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্দোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী সদস্যরা কোডেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত