বাগেরহাটে আনসার-ভিডিপি দলনেতাদের মধ্যে বাইসাইকেল বিতরণ
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২১:১৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২২:৫২
আনসার ও ভিডিপি কার্যক্রমকে গতিশীল করতে বাগেরহাটের আনসার-ভিডিপি দলনেতাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, আনসার-ভিডিপির বাগেরহাট জেলা কমান্ডেন্ট মোঃ ফারুক আহমেদ, বাগেরহাট সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মোরেলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতাসহ আনসার ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।এর আগে, আনসার ভিডিপি সদস্য ও কর্মকর্তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি র্য্লাী বের করেন।
আনসার-ভিডিপির বাগেরহাট জেলা কমান্ডেন্ট মোঃ ফারুক আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগেরহাটের ৬৩জন ৬৩ জন ইউনিয়ন কমান্ডার ও দলনেতাকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আনসার ভিডিপির সদস্যরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। এই বাই সাইকেলের মাধ্যমে তারা পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে দাবি করেন এই জেলা কর্মকর্তা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত