বাংলা ভাষার উপাখ্যান

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২২, ১২:২৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬

বিচিত্র কুমার 
---------------

মায়ের মুখে শুনেছি-
আমাদের বাংলা ভাষার উপাখ্যান,
ঊনিশ'শ বাহান্নর আগে ছিলো না
এই মাতৃভাষার এত সম্মান।

শুনছিলাম ভিনদেশিদের ভাষাই বলে
বলতে হবে আমাদের কথা,
এই খবরে পূর্ব বাংলার ছেলেদের
ভীষণ মাথা ব্যথা।

ক্ষিপ্ত হয়ে ছেলেরা সব
গেল রাজ পথে,
স্লোগান মিছিল চলে দিকেদিকে
"রাষ্ট্রভাষা বাংলা চাই"এই শপথে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
মিছিল মিটিং সব নিষিদ্ধ,
রফিক শফিক বরকত জব্বার সহ
হলো আরো অনেকে গুলিবিদ্ধ।

প্রতিবাদের ঝড় উঠে
সমগ্র বাংলা জুড়ে,
স্বীকৃতি পায় বাংলাভাষা
আমাদের ঘরে ঘরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত