বগুড়া-৩ আসনে প্রার্থী রইল ওরা ১১ জন
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২০
আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনটি তৃতীয় বারের মত লাঙ্গল মার্কার জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু প্রত্যাহার করে নিয়েছেন তার প্রার্থীতা। এই আসনে স্বতন্ত্রসহ মোট মনোনয়ন প্রত্যাশীী ছিল ১৬। আওয়ামী লীগ ও জাকের পার্টির প্রত্যাহার এবং স্বতন্ত্র তিন জনের মনোনয়ন বাছাইয়ে বাতিল শেষে ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা রইল ওরা ১১ জন। এরা হলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, তৃনমুল বিএনপির আব্দুল মোত্তালেব, সুপ্রীম পার্টির আফরিনা পারভীন, জাসদের আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন, বিএনএফের রফিকুল ইসলাম সরদার, স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার, খান মুহাম্মদ সাইফুল্লাহ্; আল মেহেদী বাঁধন, ফেরদৌস স্বাধীন ফিরোজ, আফজাল হোসেন নয়ন ও নজরুল ইসলাম।
সোমবার প্রতিক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীরা সামাজিক যোগাযেগ মাধ্যম ফেসবুকে শুরু করে দিয়েছেন তাদের প্রচার-প্রচাররণা। মঙ্গলবার থেকে শুরু হবে পোস্টার, ব্যানার ও মাইক মাধ্যমে চুড়ান্ত প্রচার-প্রচারণা। বিগত তিন নির্বাচনের মত এবারো আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এই আসনের ভোটের মাঠে বর্তমানে পিনপতন নীরবতা বিরাজ করছে। ভোটারদের মধ্যে কোন আগ্রহ লক্ষ করা যায়নি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত