বগুড়ায় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীর অর্থ ও কারাদন্ড
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৭:৪১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫
বগুড়ার আদমদীঘিতে মাদক কেনাবেচার অপরাধে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে অর্থ ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক টুকটুক তালুকদার এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা জানা গেছে, বৃহস্পতিবার সকালে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালম্বা গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার সময় ডালম্বা গ্রামের জাকির হোসেনের মেয়ে হিরামনি [২০], গ্যামেল হোসেনের ছেলে সাব্বির হোসেন [২১] এবং একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম [২৩] কে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও এক’শ টাকা করে অর্থ দন্ডের রায় দেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, সাজাপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত