স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ফাইনালে প্রত্যাশা দল বিজয়ী

  নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২০

গতকাল  ৪ ডিসেম্বর ২০২১, শনিবার সকাল ১০ টায় ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে৷ ফাইনালে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দল প্রত্যাশা চ্যাম্পিয়ন হয়৷ তাদের দলনেতা মাইশা ফাহমিদা এবং দুই বক্তা হলেন ফিহামনি ও আয়শা আখতার৷ রানার আপ হয় নবম শ্রেনির স্বাধীনতা দল৷ দলনেতা সামিয়া ইসলাম শ্রেষ্ঠ বক্তা হন৷ তাদের অপর দুই বক্তা সাদিয়া আখতার ও আয়শা আক্তার৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মু. মুজিবুর রহমান তালুকদার, গভর্ণিং বডির সদস্য মামুন কবির, মাজানুর রহমান পাঠান ও জানে আলম৷ আরো বক্তব্য রাখেন আবু তাহের ফারুকী, জিএম খালেদ ও মোস্তাফিজুর রহমান জিতু৷ সভাপতিত্ব করেন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান৷ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান৷ সহযোগিতায় ছিলেন সিদ্দিক সাইফুর জামান, সান্দ্র মোহন্ত, ইকবাল হুসেন বাবুল, নাজমুল হক কাজল, সুদীপ্ত সাহা বাঁধন, অনির্বান আচার্য ও আবুল কাশেম৷ বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ আদেল মিয়া, দিলরোজ আক্তার বানু ও মুহাম্মদ আব্দুল আলিম৷ বিতর্ক প্রতিযোগিতা ২ অক্টোবর শুরু হয়েছিল৷ বিতর্কে নবম ও দশম শ্রেণির আটটি দল অংশগ্রহণ করে৷ ফাইনালের বিষয় ছিল- 'বৈষম্যহীন সমাজ গড়াই হবে রাষ্ট্রের মূল লক্ষ্য'৷ প্রত্যাশা দল পক্ষে ও স্বাধীনতা দল বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে৷

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বই পড়া ও বিতর্কের গূরুত্ব তুলে ধরেন৷ বৈষম্য দূর করার কথা বলেন৷ বিতর্কের পরিধি উপজেলাব্যাপী করার আহবান জানান৷ বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ক্রেস্ট বিতরণসহ অংশগ্রহণকারীদের বই, ক্রেস্ট, স্মারক ও সনদ বিতরণ করা হয়৷ প্রতিটি বিতর্কের শ্রেষ্ঠ বক্তাকেও ক্রেস্ট ও বই প্রদান করা হয়৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত