পুলিশের দুই মামলায় জামিন পেলেন লক্ষ্মীপুর বিএনপির সদস্য সচিব
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৭
লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি নেতা সাহাবুদ্দিন সাবুকে জামিন দিয়েছেন আদালত। তিনি জেলা বিএনপির সদস্য সচিব।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম তাকে জামিন দেন। বিকেলে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা জামিনের বিরুদ্ধে লড়েছি। আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সেজন্যই তাকে জামিন দিয়েছেন বিচারক।
বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ মানিক বলেন, নিয়ম অনুযায়ী আমরা জামিন আবেদন করেছি। আদালত শুনানি শেষে বিএনপি নেতা সাবুর জামিন মঞ্জুর করেছেন। শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আগে তিনি এ দুই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, সাজানো মিথ্যা অভিযোগে আমাদের মামলায় জড়ানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে। মামলা-হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।
গত বছরের ১৮ জুলাই জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দায়িত্ব পালনে বাধা দেওয়া, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ অজ্ঞাত তিন হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত