পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহার মায়ের মৃত্যু

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহার মা কানন বালা সাহা গত রাত দুইটায় লৌহজংয়ের শিমুলিয়ায় নিজ বাড়ীতে পরলোকগমন করেন। মৃত্যু কালে তিনি স্বামী দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অজয় চক্রবর্তী সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার মোদক সদস্য সচীব প্রশান্ত মন্ডল দুলাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের লৌহজং উপজেলা শাখার সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ সিং অমিত সাংগঠনিক সম্পাদক গোবিন্দ সরকার যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু, সাধারণ সম্পাদক শিমুল কুমার দে, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত চক্রবর্তী সাধারণ সম্পাদক নবীন বরন দাস, মহিলা ঐক্য পরিষদের আহবায়ক রীতা চক্রবর্তী সদস্য সচীব মিতা কর্মকার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঐক্য পরিষদ পুজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ সহ হলদিয়া ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি শ্রীকৃষ্ণ ঘোষ সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সভাপতি গনেষ ঘোষ, সাধারণ সম্পাদক সুকান্ত সাহা গভীর শোক প্রকাশ করে। পরিবারের সিন্ধান্ত মোতাবেক লৌহজং উপজেলা নিবারন ভট্টাচার্য কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এ ছাড়া ও এলাকার বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত