আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

বগুড়ার আদমদীঘিতে রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ধরে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। গত সোমবার বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ হলে ঢাকা-পঞ্চগড় রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত রবিবার রাত ৯টায় এ ঘটনাটি ডু-ইন-ইব্রাহীম তন্ময় নামের স্থানিয় এক বাসিন্দার চোখে পড়ে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, গত রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পারবর্তীপুর অভিমুখে যাচ্ছিল। এসময় ট্রেনটি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী গ্রামের নিকট পৌঁছলে রেললাইনের মাঝখানে ভেঙে গিয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানিয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে ছুঁটে এসে লাইনটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ি থেকে কম্বল নিয়ে এসে সেখানে গুঁজে দেয়।
তন্ময় জানান, প্রায় ৩ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ছোট আকারের ভাঙন হলেও ঝুঁকি এড়াতে রেললাইনে কম্বল ব্যবহার করা হয়েছে। ওই লাইনে প্রায় ১৮ ঘন্টা ধীর গতিতে ট্রেন চলচল করে। এমন অবস্থাতেও দ্রুতযান, চিলাহাটি, কুড়িগ্রাম, সীমান্ত এক্সপ্রেস আন্ত:নগর ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। তিনি ওই রাতেই রেলওয়ে থানায় খবর দেন। পরের দিন সকাল থেকে রেলবিভাগের লোকজন মেরামত কাজ শুরু করেন।  
 
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে যান। এরপর ভাঙা স্থানে নতুন রেললাইন স্থাপন করা হয়। জানতে চেয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের মুঠোফোনে কল করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত