রাজশাহীতে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭ |  আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

রাজশাহীতে মহানগরীতে দিনের আলোয় প্রকাশ্যে চাঁদ নামে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে তার মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাথানপাড়া পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে। আহত চাঁদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি মাথা, কপাল ও নাকে আঘাত পেয়েছেন। চাঁদের বাড়ি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সপুরা মথুরডাঙ্গা সুজানগর এলাকায়। আহত চাঁদের পরিবারের সদস্যরা জানান, আহত চাঁদ স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। বাথানপাড়া পেঁয়াজির মোড়ে পৌঁছালে কয়েকজন যুবক তাকে দাঁড় করিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দেন। হঠাৎ পেছন থেকে একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্বজনরা জানান, ছিনতাইকারীরা নগদ সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর রাজ মেট্রো-ল -১২-৬৪৩২। পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, চাঁদের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা নিশ্চিত হয়েছি। এঘটনায় মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।#
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত