পার্থ বড়ুয়ার আঞ্চলিক ভাষার সিনেমা ‘মেইড ইন চিটাগং’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯

গানের মানুষ পার্থ বড়ুয়াকে মাঝেমধ্যে নাটক ও টেলিছবিতে অভিনয় করতে দেখা গেছে। তাঁর অভিনয় মুগ্ধও করেছে দর্শকদের। ছোট পর্দায় অভিনয়ের একপর্যায়ে পার্থ বড়ুয়াকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’, যেটি ২০১৬ সালে মুক্তি পায়। কয়েক বছর বিরতির পর আবারও বড় পর্দায় দেখা দিতে যাচ্ছেন পার্থ বড়ুয়া। সোমবার সন্ধ্যায় জানা গেল, চলতি নভেম্বরে ছবিটি চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পার্থ বড়ুয়া অভিনীত ছবিটির নাম ‘মেইড ইন চিটাগং’। ১৮ নভেম্বর চট্টগ্রামের দুই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কমেডি ধাঁচে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির পরিচালক ইমরাউল রাফাত।

‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্র মুক্তির খবরে বেশ রোমাঞ্চিত পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘পুরোপুরি আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। সিনেমাপ্রেমীদের জন্য একটি চমৎকার ছবি বানাতে পেরেছি। আমরা সবাই উৎসবের আমেজে পুরো শুটিং সেরেছি। দর্শকেরা যে দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন, এটা নিশ্চিত।’

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪—তিন বছরের দুই ঈদে ‘মেইড ইন চিটাগং’ নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। নাটকটি জনপ্রিয়তা পায়। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া ও লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ এ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয় হন। তিন বছরে নাটকের ছয় পর্ব প্রচারের পর শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন। যত দিনে ছবির কাজ শেষ হয়েছে, তত দিনে পেরিয়ে গেছে সাত বছর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত