পাঁচ মাদকসেবীর জেল জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ১৯:২৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৪

বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি ও সেবনের দায়ে পাঁচ জনের মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকার মমতাজ প্রামানিকের ছেলে সিরাজুল ইসলাম (৪০), ইয়ার্ড কলোনী এলাকার মৃত সিরাজের ছেলে বাবু (৩৫), রফিকুল ইসলামের ছেলে রেজাউল (৩৬), বাচ্চু প্রামানিকে ছেলে সাগর হোসেন (২২) ও রেলওয়ে কলোনী এলাকার জহিরের ছেলে রাজু আহমেদ (৩৮)। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান শুরু করে। অভিযান কালে সান্তাহারের পৌর শহর এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের সময় পাঁচ জনকে আটক করা হয়। বিকেলে মোবাইল কোর্টে হাজির করা হলে সিরাজুল, বাবু, রেজাউল ও সাগরকে ১০০ টাকাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং রাজু আহমেদকে ১০০টাকাসহ ১মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শ্রাবণী রায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত