পঞ্চগড় ও আটোয়ারীতে পৃথক ভাবে পানিতে পড়ে তিন শিশু মারা গেছে

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৩ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭

পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলায় পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশু মারা গেছে। বুধবার (২০ আগস্ট) বিকালে আটোয়ারী ও সদর উপজেলার সদর উপজেলা পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো: আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের পটেশ্বরী এলাকার সুজন ইসলামের মেয়ে মুন্নি আরা (১৪), মন্ডলহাট এলাকার অনিক চন্দ্র রায়ের ছেলে মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকার জহিরুল ইসলাম সোহাগের ছেলে আব্দুল্লাহ আলিম আদনান (৬)পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানা মুন্নি আরা গভীর পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশি আরেক শিশুর চিৎকারে লোকজন তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় কাছাকাছি সময় চার বছরের শিশু মোহন চন্দ্র রায়কে বাড়ির পাশে একটি ডোবার পানি থেকে একই স্বাস্থ্য কেন্দ্রে নিলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ছয় বছরে আব্দুল্লাহ আলিম আদনান বিকালে খেলার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সাদমান সাকিব বলেন, পানিতে পড়ে যাওয়া মোহন ও মুন্নি আরা নামে দুই শিশুকে লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্ত হাসপাতালে আসার আগেই তারা মারা যায়।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার ও সদর থানার ওসি আব্দুল্লা- হিল- জামান বলেন, শিশুদের মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে এসব ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পৃথকভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত