পঞ্চগড়ে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত, দুইদিনে গ্রেফতার-৫
প্রকাশ: ২৯ মে ২০২৪, ১৯:২০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭
মাদকের প্রভাবে উঠতি বয়সের যুবক ও তরুণ এখন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। জেলার শহর-বন্দর গ্রাম পর্যায়ে মাদকের থাবায় বির্পযস্ত পড়ায় উদ্বিগ্ন অভিবাবকরা। তবে মাদক বিরোধী অভিযান ও চলছে।
সীমান্ত জেলা হওয়ায় পঞ্চগড়ে মাদকের ঝূঁকি কমছে না। বর্তমান পুলিশ প্রশাসনের উদ্যোগে চলছে মাদক বিরোধী অভিযান। থানা ও ডিবি পুলিশ এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। নিশ্চিত তথ্য পাওয়া না গেলে ও জানা যায়, গত প্রায় এক বছরে জেলায় প্রায় ৫০ জনকে মাদক সহ আটক করা হয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা পিপিএম-বার যোগদানের কিছুদিন পরে এ অভিযান শুরু হয়। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (পদোন্নতি প্রাপ্ত এসপি) শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লার নির্দেশনায় পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্র মতে, জানা যায়, ফেনসিডিল , ইয়াবা ,গাঁজা ও অন্যান্য মাদক সহ এখন ভিন্ন চাহিদায় মাদকসেবীরা টাপেন্ডাল ট্যাবলেটকে নেশাজাতীয় পণ্য হিসেবে বেছে নিয়েছে। বিভিন্ন মেডিসিন দোকানে গিয়ে খোঁজ নিলে জানা যায় এই টাপেন্ডাল একটি ব্যাথা নাশক ঔষুধ হিসেবে ব্যবহার হওয়ার কথা থাকলেও তা এখন মাদক হিসেবে ব্যবহার করছে যুবক ও তরুণ বয়সের ছেলেরা। ভারতীয় এই টাপেন্ডাল ট্যাবলেট অবৈধ ভাবে বিক্রিয় করছে কতিপয় ঔষুধ ব্যবসায়ি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান মঙ্গলাবার দুজনকে ও সোমবার একজনকে গাজাঁ সহ আটক ও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ তাদের কোর্টে প্রেরণ করা হয়।বোদা থানার আটককৃতরা হলো; সদর পঞ্চগড় উপজেলার তরিকুল ইসলামের ছেলে আরমান হোসেন ওরফে আরিফ (২০) ও বোদা উপজেলার আরাজি শিকারপুর বাগানবাড়ি এলাকার আফছার আলীর ছেলে মোহাম্মদ জাফিরুল ইসলাম (৩০)। এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছ্ড়াা সোমবার বোদা উপজেলার কালিযাগঞ্জ ইউনিযনের কাটনহারি মৌলভীপাড়া এলাকার আজিজুল ইসলামের বাড়ির অদুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বড়বাড়ি এলাকার রেজাউল ইসলামের ছেলে ফারুক ইসলাম (২২) ৫০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান ‘ আগের তুলনায় এখন পুলিশ মাদক বিরোধী অভিযানে অনেক তৎপর। বর্তমান পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ও তার নির্দেশনায় আমরা সব পুলিশ সদস্য কাজ করছি। এ বিষয়ে কোন ছাড় নাই। আজ বুধবার মাদক বিরোধী অভিযানে দুজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমি পঞ্চগড় সদর থানায় আসার পর মাদকের সাথে জড়িত বেশ কিছু আসামিকে আটকও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
পঞ্চগড় সদর থানা পুলিশ জানায় বুধবার (২৯ মে) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নরদেবপাড়া নামক এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে পঞ্চগড় পৌর এলাকার পুরাতন ক্যাম্পের পশিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে মুকুল (৩৫) ও অমরখানা ইউনিযনের ফুটকীপাড়া এলাকার মৃত জয়ের আলীর ছেলে হেকমত আলী ওরফে হেকু ওরফে জুয়েল( ৫৫)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত