পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন
প্রকাশ: ১ জুন ২০২৪, ১৬:৩৮ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫
পঞ্চগড়ে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে সোনার বাংলা (এসবিএফ) সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়াস্থ ফিতা কেটে ওই কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্য¶ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউরোলজি সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম, নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম সুজা, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা মোস্তফা জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।এ প্রতিষ্ঠানটিতে কিডনি জনিত অনেক রোগী স্বল্প মূল্যে ডায়ালোসিস সুবিধা পাবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত