পঞ্চগড়ে একলাখ ৬৪ হাজার শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
প্রকাশ: ৩০ মে ২০২৪, ১৭:৪৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪০
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবারে পঞ্চগড়ে একলাখ ৬৪ হাজার ৩৭৫জন শিশুকে ভিটামিন খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১২ মাস বয়সী শিশু রয়েছে ১৯ হাজার ৪ ৭৫ ও ১২-৫৯ শিশু রয়েছে এক লাখ ৪৪ হাজার ৯০০ জন। এ তথ্য জানিয়েছে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন সভা কক্ষে প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়্। সিভিল সার্জন ডা. মোঃ মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ১ জুন সারা দেশে এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
জানা যায়, ৬-১২ মাস বয়সী শিশুকে নীল রঙের ১টি ভিটামিন ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ১টি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচির জন্য পঞ্চগড় জেলায় মোট কেন্দ্র থাকবে এক হাজার ৭৭ টি ও ¯ে^চ্ছাসেবক থাকবে দুই হাজার ১৫৪ জন।প্রেসব্রিফিং এ জেলার কর্মরত প্রিন্ট , ইলেকট্রোনিক ও অনলাইনের সাংবাদিক ও ইপিআই সুপার ভাইজার হাসিবুর রহমান শাহ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত