পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১৯:৩৮ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নজরুল ইসলাম প্রধানের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগষ্ট) চন্দনবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে চন্দনবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে শেষ হয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন মতিউর রহমান, বিপ্লব, ইদ্রিস আলীসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রধান একজন নারী লোভী, ঘুষখোর, দুর্নীতিবাজ, নিয়োগ বাণিজ্যর মূলহোতা। তিনি স্বৈরশাসক শেখ হাসিনার অবৈধ সরকারের দোসর। পুরো ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জনগণকে সেবা না দিয়ে সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। একই সাথে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি করেন বক্তারা।এসময় উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদে তালাবদ্ধ করতে উত্তেজিত হয়ে পড়লে   ইউপি সচিব পরিষদ তালাবদ্ধ করে দেয়।এরপরে ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত চন্দনবাড়ী উচ্চ বিদ্যালয় ঘেরাও করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতাজ আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে পদত্যাগের দাবি করেন ছাত্র -জনতা। এসময় এলাকায় উৎসূক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত