পঞ্চগড়ে অসুস্থ গনমাধ্যমকর্মী সাইফুল ইসলাম বাবুর পাশে জামায়াতে ইসলামী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১৮:২৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০
কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত দিগন্ত টিভি ও বিডি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে এখনচিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী এই কলম সৈনিক। পেশাগত সাংবাদিক সাইফুল ইসলাম বাবু চারদিন ধরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেভর্তি আছেন। সোমবার রাতে তাকে দেখতে যান জেলা জামায়াতেরআমীর ইকবাল হোসাইন। এ সময় তিনি তার অসুস্থ্যতা থেকেমুক্তির জন্য সম্মিলিতভাবে দোয়া করেন এবং নগদ আর্থিক সহায়তারপাশাপাশি আর সহযোগিতার আশ^াস দেন।পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক কালের কন্ঠ, বিডি নিউজ, দিগন্ত টিভিসহপ্রথম সারির একাধিক গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবেদায়িত্ব পালন করেছিলেন। দিগন্ত টিভি বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনটেলিভিশনে যোগদান করতে পারেননি। অসুস্থতার কারণে দৈনিক কালেরকন্ঠ পত্রিকাতেও বেশিদিন স্থায়ী থাকতে পারেননি। তিনিই সংসারেরএকমাত্র উপর্জনক্ষম ব্যাক্তি। পরিবারে তার স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলেরয়েছেন। মেয়ে একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর ছেলে পঞ্চমশ্রেণীতে পড়ে। দীর্ঘদিন অসুস্থার কারণে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন এই সাংবাদিক পরিবার। চিকিৎসার খরচ জোগাতে ইতিমেধ্য
জেলা শহরের কামাতপাড়া মহল্লার ছয় শতক ভিটেমাটি বিক্রি করেছেন।তিনি বর্তমানে রংপুরের কিডনি বিশেষজ্ঞ ডা. মোবাশে^র আলমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। অর্থের অভাবে আর চিকিৎসা খরচ জোগাতে পারছেন না তার পরিবার। ইতিমধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের তারসহকর্মীরা যে যার মত করে সহযোগিতা করছেন। কিন্তু সদরহাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে আবারও রংপুর নিতে পরামর্শ দিয়েছেন। যথাযথ চিকিসা সেবা পেলে তিনি সুস্থ্য হয়ে উঠবেন বলে জানান চিকিসকরা। কিন্ত আর্থিক সংকটে রংপুরেওনিতে পারছেন না তার পরিবার। অসহায় এই সাংবাদিক পরিবারের পক্ষথেকে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা প্রার্থনাকরেছেন। সাংবাদিক বাবুকে সহায়তার জন্য বিকাশ নাম্বার ০১৭৫৪২৪৮৪৬৩।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে চিকিৎসাধীন সাংবাদিক বাবুর স্ত্রী মায়া আক্তার বলেন, আমাদের ভিটেবাড়িসহ যা ছিল, সব বিক্রি করেচিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন আর পারছি না। তার দিকে তাকেলেইচোখ ভিজে আসে। কি করবো, কিছুই বুঝতে পারছি না। তাকে জরুরি ভাবে রংপুর নিতে বলেছেন এখানকার চিকিৎসকরা। কিন্তুবর্তমানে কোনভাবেই কিছু করতে পারছি না।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞচিকিৎসক এসএম মাহবুব উল আলম বলেন, সাংবাদিক বাবু, কিডনি,ডায়াবেটিসসহ নানান জটিল রোগে আক্রান্ত। এরই মাঝে ব্রেন স্ট্রোককরেছেন। এমন রোগীর পঞ্চগড়ে তেমন চিকিৎসা দেওয়ার মত যথাযথব্যবস্থা নেই। তবে আমাদের মত করে যথাসাধ্য চিৎিসাসেবা দেওয়াহচ্ছে। তাকে জরুরিভাবে ঢাকা বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা দরকার। পাশাপাশি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানেচিকিৎসা সেবা পেলে সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত